
স্টাফ রিপোর্টার ::
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র উদ্যোগে খাদ্য অধিকার নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য অধিকার নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র টেকনিক্যাল স্পেশালিস্ট সুলতান মাহমুদ। খাদ্য অধিকার নেটওয়ার্কের পরিচালনা কার্যক্রম, নীতিমালা বিষয়ে আলোচনা করেন মো. মিজানুল হক সরকার।
আলোচনায় অংশ নেন লেখক সুখেন্দু সেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, শাহজাহান চৌধুরী, উদ্যোক্তা রোশনা বেগম, ওবায়দুল হক মিলন, সাংবাদিক আবু সাইদ, নারীনেত্রী শিল্পী বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি পালন করা হবে। ৪ ফেব্রুয়ারি বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও উচ্চবিদ্যালয়ে নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি ‘সেইফ ফুড ক্যা¤েপইন’ পালন করা হবে। এছাড়াও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২/১ স্থানে নিরাপদ খাদ্য দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।