স্টাফ রিপোর্টার ::
গতকাল রোজ মংলবার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে খতমে কুরআন, হামদ/নাত, রচনা প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়জুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাবিল নুর শিশু একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মফিজুর রহমান, এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।