স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২য় বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা কো-অপারেটিভ ও ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ।
কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ স¤পাদক উস্তার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আতাউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ সুপ্রিয়া দাস, সদস্য সুমন রায়, সদস্য দিলোয়ার হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিশ্বম্ভরপুর উপজেলা ব্যবস্থাপক কুতুব আলী, সুনামগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার পিটার চিরান, সদর উপজেলা ব্যবস্থাপক রাজেশ দত্ত রায় প্রমুখ।