মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে দিনব্যাপী চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক অংশ নেন। প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক পর্যালোচনা ও শিক্ষার্থীদের পঠন, লিখন এবং গাণিতিক দক্ষতার মানোন্নয়ের লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।