স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যয় স্কুল এই স্মরণসভার আয়োজন করে।
স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন মরহুম নূরুল হক মহাজনের পুত্র এবং প্রত্যয় স্কুলের দাতা সদস্য প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, আবাবিল নূরানী শিশু একাডেমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মোহাম্মদ নুর হুসাইন, পুলিশ ফাঁড়ি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মুবাশ্বির আলী বর্মাউত্তরীসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।