মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার হামিদপুর চৌরাস্তা এলাকা থেকে রবিবার সকাল ১১টার দিকে মিস্টার মিয়া (২৬) নামের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাতকুড়া গ্রামের বাসিন্দা মিস্টার মিয়ার বিরুদ্ধে ২০২৩সালে পাশের নেত্রকোণার কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওইদিনই তাকে আদালতে পাঠানো হয়েছে।