বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর মাল্টিপারপাস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ অ্যাম্বাসেডর কোহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজি’র অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, সমন্বয়কারী ফুলমালা, সদস্য জুবায়ের আহমদ, সিরাজ খন্দকার, ঊর্মিলা আক্তার।
সভায় বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাম্বাসেডর সামছুল কবির, সাগর দেবনাথ, মুন আচার্য্য, ফয়সাল আহমদ, হালিমা আক্তার, মজিদা আক্তার, মিনারা, সুইটি পাল, আবু সাইম, পারভেজ আহমদ, শাহরিয়ার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শামছুল কবির, পুষ্পা হাজং ও সাগর দেবনাথকে কো-অর্ডিনেটর নির্বাচন করা হয়।
সভায় শামছুল কবির জানান, আগামী ২২ জানুয়ারি উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদ মাঠে তরুণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয় প্রশাসন কর্তৃক আয়োজিত এ সমাবেশে স্বেচ্ছাব্রতী হিসেবে বিশ্বম্ভরপুর ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা দায়িত্ব পালন করবে এবং জুলাই বিপ্লব সম্পর্কে তরুণদের ভাবনা শীর্ষক লেখা সংগ্রহ করা হবে। সভায় জাতিগত সম্প্রীতি নামে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়। উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোণা ও গামাইরতলা গ্রামে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের সাথে এ প্রজেক্ট কাজ করবে।