স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা।