ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গত শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে জয়শ্রী বাজারে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ এই
কর্মসূচি পালিত হয়।’ কিন্তু কৃষকসমাজের কোনও সমস্যা কিংবা তাদের জীবনমান উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণে কোনও কর্মসূচি ঘোষিত হয়ে থাকলেও সংবাদ প্রতিবেদনে তার কোনও উল্লেখ নেই। দেশের বিশেষজ্ঞজনের কেউ কেউ মনে করেন, বিদ্যমান সমাজসাংস্থিতিক পরিসরে দেশের কৃষকসমাজ একধরণের কাঠামোগত সহিংসতার শিকারে পর্যবসিত হয়ে আছেন। উদাহরণ টেনে বলা যায়, হাওররক্ষা বাঁধে অব্যাহত দুর্নীতি বন্ধ না করা গেলে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার কোনও ফায়দা নেই।
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার বিষয়টি যদি আওয়ামী লীগের অনুপস্থিতে উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখার অন্তর্ভুক্ত হয়, তা হলে কোনও বিশেষ দলের নির্বাচনের বৈতরণী পার হওয়ার কর্মসূচি হিসেবে তার একটি ইতিবাচক অবদান থাকতেই পারে বলে ধরে নেওয়া যায়। কিন্তু
সেই সঙ্গে কৃষকসমাজের সমস্যা সমাধানের প্রশ্নে কর্মসূচিটি শেষ পর্যন্ত কার্যকর হয়ে না উঠার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই কারণে অভিজ্ঞমহলের অভিমত এই যে, কৃষক সাধারণকে নিজেদের সমস্যা সমাধানের জন্যে নিজেরা সংগঠিত হয়ে আন্দোলনে নামতে হবে।