জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মারামারির অভিযোগে দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার মহিষাকোণা গ্রামের আশ্বাব আলীর ছেলে শাহিনুর মিয়া ওরফে শানুর মিয়া, মৃত আবদুল শফিক ওরফে পাইন্না মিয়ার ছেলে নিজাম উদ্দিন, জমির আলী, আমির উদ্দিন ও মৃত আবদুস শহীদের ছেলে রুমন মিয়া।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীনের নেতৃত্বে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই শাহ আলম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদার, এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবর, এএসআই কামাল উদ্দিন, এএসআই এখলাছুর রহমান, এএসআই মো. সজীব মিয়াসহ পুলিশ দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। শনিবার গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।