স্টাফ রিপোর্টার ::
আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইবেরি মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা মানুষের জন্য ভাল কাজ করেন, তারাই মহান মানুষ। আমরা সবাই যদি মানুষের কল্যাণে কাজ করি, তবেই দেশ ও সমাজের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের সাধারণ স¤পাদক কবি মুনমুন চৌধুরী, স্মৃতি ট্রাস্টের সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলফাত উদ্দিন রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাড. সালেহ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি মোস্তাফিজুর রহমান, অ্যাড. এনাম আহমদ, শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, শ্রমিক নেতা রাশিদ আলী প্রমূখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন আলফাত উদ্দিন রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন।
পরে শহর শহরতলির বিভিন্ন স্থানের দুই শত রিকসা শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শহরের রিকসা চালক আমজদ হোসেন বলেন, আলফাত উদ্দিন সাহেবের সংগঠনের মাধ্যমে আমাকে কম্বল দিয়েছেন। এতে আমি খুশি হয়েছি।
শীতবস্ত্র হাতে পেয়ে শহরের আপ্তাবনগরের দরিদ্র ফুলসিরা বিবি (৭০) খুবই খুশি। তিনি বলেন, এই শীতে নাতি-নাতনীদের নিয়ে একটু আরামে শুইতে পারবো।
শহরতলীর পুরান লক্ষণশ্রী গ্রামের কালা মিয়া (৬৫) বলেন, আমি দরিদ্র মানুষ। একটি কম্বল পাওয়ায় আমার অনেক উপকার হয়েছে। পরিবারের অন্যান্যদের
জন্য আরও কম্বল প্রয়োজন।
শহরের হাছননগরের মকবুল হোসেন বলেন, শীতের সময় এই সংগঠনের মাধ্যমে মাঝে মাঝে একটি করে কম্বল পাই। এই কম্বল পেয়ে আমি খুবই খুশি।