ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওলা নবীনগঞ্জ বাজারে রবিবার (১২ জানুয়ারি) গভীর রাতে নয়ন মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মনোহারী দোকান আগুনে পুড়ে গেছে। এতে মনোহারি দোকান ও দোকানের ভেতরে থাকা পোল্ট্রি মোরগ, কেরোসিন, সয়াবিন তেল, ডাল, সাবানসহ বিভিন্ন পণ্যসামগ্রীসহ আগুনে পুড়ে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার জানিয়ারচর গ্রামে। তিনি জানান, রবিবার রাত দেড়টার দিকে তিনি বাড়িতে চলে যান। রাত তিনটার দিকে দোকানে আগুন জ্বলতে দেখতে পেয়ে বাজারের এক ব্যবসায়ী খবরটি তাকে জানান। পরে তিনি এসে দেখেন আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নেকচান মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।