স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক ও বালিকা ( অনুর্ধ্ব -১৭)- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রৌশন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন। উদ্বোধনী ম্যাচে ছাতকের বিপক্ষে মাঠে নামে দিরাই উপজেলা।