স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে সদর উপজেলার স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনের হল রুমে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদুল কবির চৌধুরী সভাপতিত্বে ও মো. মোজাহিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, ফরিদুল ইসলাম সুহেল, আমিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে সুনামগঞ্জ জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক কুমার দাস। সাধারণ স¤পাদক সাদেকুর রহমান সাদিক ও সাংগঠনিক সম্পাদক সনজিত কান্তি চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।