স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআই’র সুপারিটেন্ডেন্ট দিপংকর মোহন্ত, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শফিকুর রহমান।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) চ্যা¤িপয়ন হয়েছে সদর উপজেলার ইছাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) চ্যা¤িপয়ন হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ সদর উপজেলার দেওয়ান শামসুল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়।