মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চামারদানি ইউনিয়নের জলুষা গ্রামের জনৈক লাল মিয়ার বসতবাড়ির আঙিনা হতে বুধবার আনুমানিক রাত সোয়া ১১ টায় ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়া (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি জুয়েল মিয়া জলুষা গ্রামের মো. লাল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে জুয়েল মিয়া এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামি জুয়েল মিয়াকে ধরে থানা হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন, মাদকবিরোধী অভিযান আমরা অব্যাহত রেখেছি। আমি মধ্যনগর থানায় দায়িত্বভার গ্রহণ করার পরে বেশ কয়েকটি মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জন করেছি। আশা রাখি ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে এবং জনসমাজে আস্থা ও গ্রহণযোগ্যতার একটা স্বস্তির জায়গা তৈরি হবে।