স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় প্রায় দেড়শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহঃপতিবার দুপুরে জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ও জামালগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম. কামাল হোসেইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের প্রতিনিধি সুমন মিয়া ও মাছুম মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ স¤পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দিল আহমেদ, সাংগঠনিক স¤পাদক শাহীন আলম, দপ্তর স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী, সদস্য সাইফ উল্লাহ প্রমুখ।
কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা মনে করেন এই শীতে কম্বলগুলো তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এত সুন্দর করে শৃঙ্খলিতভাবে অনুষ্ঠানটি আয়োজন করায় জামালগঞ্জ প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ।