স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে ১৬ ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান। এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকলকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সিভিল সার্জন অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ উপজেলা (হাসপাতাল ব্যবস্থাপনা) ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (সার্বিক) ক্যাটাগরিতে ডা. সন্জিত রঞ্জন তালুকদার, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (ফিল্ড) ক্যাটাগরিতে মো. তানজীম হোসেন, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (প্রশাসন) ক্যাটাগরিতে ডা. সুমন চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (হসপিটাল সার্ভিস) ক্যাটাগরিতে ডা. নিলুফা ইয়াসমিন, শ্রেষ্ঠ কনসালট্যান্ট ক্যাটাগরিতে ডা. আশুতোষ সিংহ, শ্রেষ্ঠ উপজেলা (ফিল্ড সার্ভিস) ক্যাটাগরিতে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, শ্রেষ্ঠ উপজেলা (শুদ্ধাচার) ক্যাটাগরিতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, শ্রেষ্ঠ উপজেলা (এইচএসসে) ক্যাটাগরিতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা।
এছাড়াও শ্রেষ্ঠ মিডওয়াইফ ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিনা আক্তার, শ্রেষ্ঠ সিনিয়র স্টাফ নার্স ক্যাটাগরিতে সাইদুনেছা, শ্রেষ্ঠ সহকারী স্বাস্থ্য পরিদর্শক ক্যাটাগরিতে মো. নূরুল আমীন, শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী ক্যাটাগরিতে অমর কুমার সিংহ, শ্রেষ্ঠ সিএইচসিপি ক্যাটাগরিতে মো. আজিজুর রহমান, শ্রেষ্ঠ কর্মচারী (৩য় শ্রেণি) ক্যাটাগরিতে অসিত বরণ সরকার, শ্রেষ্ঠ কর্মচারী (৪র্থ শ্রেণি) ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মোছা. আলেনা বেগম অ্যাওয়ার্ড পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ পুরস্কারপ্রাপ্ত সবাইকে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করতে প্রেরণা দিবে।