স্টাফ রিপোর্টার ::
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের আওতায় এবং ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর মাধ্যমে বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের” ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় ৬ষ্ঠ ব্যাচের ১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্ট্রাক্টর (ক¤িপউটার) মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানের মধ্যে দিয়ে দেশ বদলানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অনেক পন্থা আছে। যেমন বিভিন্ন কর্মসংস্থানে কাজ করেও দেশ বা পৃথিবী বদলানো যায়।
তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ-তরুণীরা যেভাবে অনলাইনের মাধ্যমে ডলার ইনকাম (আয়) করছেন তা দেশের অর্থনীতিকে সচল রাখবে। পাশাপাশি যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।
উল্লেখ্য, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের” ৬ষ্ঠ ব্যাচের ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।