স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ এক যুগ পর তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ও সাধারণ স¤পাদক হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন।
বুধবার ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ স¤পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটর সাইকেল প্রতীকে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ স¤পাদক পদে হারুন অর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে ২৫৪ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী।
নির্বাচনে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ স¤পাদক পদে ৮ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২২৯ জন ভোটারের মধ্যে ১২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।