স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন অপরাধ দমনে দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২৫ জন অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুনামগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে থাকা লে. কর্নেল শাহিন আলম অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, লেফটেন্যান্ট রিফাত হোসেন প্রমুখ।