স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগ। মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা পুলিশ নিয়ে বোলডোজার দিয়ে প্রায় আড়াইশ অবৈধ স্থাপনা অপসারণ করেন। আজ বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশের খালি জায়গায় স্থানীয় প্রভাবশালীরা অবৈধ স্থাপনা করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। বারবার বলার পরও তারা স্থাপনা অপসারণ করেনি। মাঝে-মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন যেতে না যেতেই তারা আবারো স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য করছে। এতে সড়ক সংকুচিত হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খানের নেতৃত্বে সুনামগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশল সাহাদাত হোসেন, আশরাফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার নাজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে অভিযানে নামেন।
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকা থেকে শুরু করে দিনভর সদর উপজেলার মদনপুর পয়েন্ট, নীলপুর বাজার, শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্ট ও পাগলাবাজারে অভিযান চলে। এসময় বোলডোজার দিয়ে প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ বৃহস্পতিবার জাউয়াবাজার থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হবে।
সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম দিনের অভিযানে প্রায় আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার আবারও জাউয়াবাজার থেকে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে। আর যাতে কখনো অবৈধ দোকানপাট গড়ে না ওঠে সেদিকে আমাদের নজরদারি থাকবে।