স্টাফ রিপোর্টার ::
ছাতকে আমার দেশ,আমার অধিকার সংগঠনের কার্যক্রম উদ্বোধন এবং ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান সামি’র জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় এমদাদুর রহমান সামি জানান, আমার দেশ আমার অধিকার সংগঠনটি দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। এছাড়া উপজেলায় চোরাচালান ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাড়াবে। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সচেতন নাগরিকদের গিয়ে আসার আহ্বান জানান বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান সামি।