স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় শেরগুল আহমেদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।
কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, গভর্নিং বডির সদস্য হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার সোমা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নোয়াজ উদ্দিন।
প্রভাষক আলমগীর হোসেন ও উসমান গণি’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক তাসলিমা আক্তার শান্তা, কাঞ্চন বৈদ্য, তৈয়বুর রহমান, শাহীনুর ইসলাম, আফাজ উদ্দিন, মানিক উল্লাহ, মাহবুবা আক্তার, কামাল হোসাইন, রিনা আক্তার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শেরগুল আহমেদ একজন দক্ষ পরিচালক, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী ব্যক্তি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত। আজ পৌর কলেজ যে দৃষ্টিনন্দন ক্যাম্পাস পেয়েছে তাঁর নেপথ্যে ছিল শেরগুল আহমদের দুঃসাহসিক নেতৃত্ব। পেশাগত জীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোকিত শিক্ষক শেরগুল আহমেদকে নিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে সংবর্ধনা জানান তাঁর সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা।