স্টাফ রিপোর্টার ::
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, লাইব্রেরির সহ-সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট জমির হোসেন, বোরহান উদ্দিন, কার্তিক রায় প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. আনোয়ার হোসেন ছিলেন সহজ-সরল বিনয়ী মানুষ ছিলেন। তার চলনে-বলনে ছিল ন¤্রতা। তাঁর মতো মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অসময়ে তাঁর চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম। অ্যাড. আনোয়ার হোসেনের শূন্যতা কখনো পূরণ হবার নয়।
শোকসভায় অ্যাড. আনোয়ার হোসেনের স্বজনদের হাতে শোকবার্তা তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ অতিথিবৃন্দ।