স্টাফ রিপোর্টার ::
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে (তারুণ্যের উৎসব ২০২৫) তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে ভীমখালী ইউনিয়ন প্রথম হওয়ায় জেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা উদ্দীপ্ত হওয়ার জন্য বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ আব্দুল বাতেন, জামালগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রামকুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. রহিম উদ্দিন, জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ বিজয় দত্ত, বেহেলি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উত্তর ইউপির প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ রায় প্রমুখ।