মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনটি কক্ষে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুইজ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ। আন্তঃস্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যা¤িপয়ন ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়। আন্তঃকলেজ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় লায়েছ ভুঁইয়া কলেজ দল চ্যা¤িপয়ন ও বংশীকুন্ডা কলেজ দল রানার্সআপ হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।