স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়ূব বখত জগলুল মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফোর্ব-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য জসিম উদ্দীন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি খাদ্য বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সাংগঠনিক স¤পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ পিএফজি সদস্য ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। ইয়ুথ এ্যান্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা ইউনিটের সমন্বয়কারী বর্ণা দাসের সঞ্চালনায় মতবিনিময় সভা বক্তব্য রাখেন ইয়ুথ লিডার সাইফুল ইসলাম, উচ্ছ্বাস কর, রুহান আহমেদ, মাহফুজা আক্তার, ফৌজিয়া রহমানি ঊষা, মুন্নি আক্তার, ঝর্ণা আক্তার, সালেহা বেগম, ঐশী রায়, সাদিয়া সুলতানা, দিল আফরোজ তাহিরা, অতিন্দ্রিয়া রায়, রাহী আহমদ, জিসান আহমদ, নাহিদ, শানমিন আক্তার, লিমা আক্তার, প্রদ্রুতি চৌধুরী, প্রত্যাশা চৌধুরী, সুমাইয়া, অনন্যা তালুকদার, রুমি রানী দাস, রুবিনা আক্তার, পার্থ সাহা প্রমুখ। সভায় ইয়ুথ লিডাররা নিজ নিজ এলাকায় সম্প্রীতি বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন।