স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩২) ও মো. মাইনুদ্দিন (২৬)। রবিবার (১২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১০/৯-এস এর নিকট হতে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থানে প্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। বিজিবি জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঘোরাফেরা ও ভিডিও চিত্র ধারণের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি বলেন, আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।