
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের শতাধিক হাওরে চলতি বোরো মওসুমে এখন পর্যন্ত প্রায় ৯১ ভাগ জমিতে বোরো ধান চাষ শেষ হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর পর্যন্ত জেলায় হাওরে ৯১ ভাগ, নন হাওরে ২৫ ভাগ জমিতে বোরো আবাদ শেষ করেছেন কৃষকরা। গড়ে প্রায় ৭৪ ভাগ জমিতে বোরো আবাদ শেষ হয়েছে। চলতি বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগের মতে- ২০২৪-২০২৫ অর্থ বছরে হাওরে ৩০ ভাগ হাইব্রিড ধান, উফশী ৬৯.০৫ ভাগ এবং ০.০৫ ভাগ দেশি বোরো ধান চাষ হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হাওরে বোরো ধান চাষাবাদ করা যাবে। এবার হাওরে সিনজেনটা, হীরা ১, হীরা-২, সুরভি, এসএলএইটএচ, ময়নাসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ হয়েছে। উফশীর মধ্যে টিয়া, ব্র্যাক-২, রূপালি, ইস্পাহানি, ঝলকরাজ এবং বিভিন্ন প্রজাতির বিআর ও বিনা ধান চাষ হয়েছে। প্রতিদিনই কৃষকরা সাচ্ছন্দে জমিতে বোরো চাষ করেছেন। এবার বীজের কোনও সংকট ছিলনা বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে বোরো ধানের চাষ পুরোদমে চলছে। এখন শেষের দিকে। তবে অন্যান্য বছরের চেয়ে এবার হাইব্রিড ধানের আবাদ বেড়েছে। কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ দেওয়া হয়েছে। মওসুমে সারও মজুদ রাখা আছে।