মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দা থেকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিটিকে উপজেলার মধ্যনগর বাজারে বেশ কিছুদিন ধরে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। তাঁকে কেউ কিছু দিলে খেতেন। জোর করে কারও কাছ থেকে কিছু নিতেন না। রবিবার রাতের যে কোনো সময় তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বারান্দায় ঘুমিয়েছিলেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে সকাল ১১টার দিকে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে উপজেলা প্রশাসনের সহায়তায়তা লাশটি মধ্যনগর থানা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।