
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে মিজানুর রহমান আজহারী, আমির হামজাসহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে অনেকের মুঠোফোন ও সোনার গয়না হারানোর অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গত দুই দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও ২টি চুরির মামলা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গত বৃহ¯পতি, শুক্র ও শনিবার নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ কলেজ মাঠে তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোক সমাগম হয়। ওই দিন অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে। এ ঘটনায় রবি ও সোমবার বেলা দেড়টা পর্যন্ত ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিন ছিল গত শনিবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজাহারী, আমির হামজাসহ কয়েকজন জনপ্রিয় ইসলামি বক্তা। তাঁদের আসার খবরে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। এ সময় মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এর মধ্যে আটজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী হারানোর ঘটনায় ৭৪টি জিডি করেন ভুক্তভোগী ব্যক্তিরা। এছাড়া একটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজন মামলা করেছেন। ওই মামলায় হাতেনাতে আটক ছয় পুরুষ ও চার নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।