জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সরকারিভাবে ওএমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে। এতে খেটে খাওয়া দরিদ্র পরিবারের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রোববার থেকে জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোড ও বটেরতল নামক স্থানে দুইটি ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি শুরু হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা দীপক সূত্র ধর, ওএমএস ডিলার সুশান্ত কুমার রায়, আবু সুফিয়ান তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন। চাল বিক্রি শুরু হওয়ার পর থেকে দরিদ্র পরিবারের নারী-পুরুষ জনতা রীতিমতো লাইন দিয়েছেন কমদামে ওএমএসের চাল কিনতে।
জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা দীপক সূত্র ধর জানান, ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতিদিন দুই ডিলারের মাধমে মোট ৪০০ জন সুবিধাভোগী এ সুবিধা পাবেন। এভাবে জানুয়ারি মাসের ১৫ দিন ও ফেব্রুয়ারি মাসের ১৫ দিন ওএমএসের চাল বিক্রি করা হবে।