স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পিলখানা নির্মম হত্যাকা-ের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও প্রকৃত হত্যাকারীদের বিচারসহ ৩দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল কাদির, বশির আহমদ, অভি প্রমুখ। মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও তাদের পরিবার-পরিজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা পিলখানা নির্মম হত্যাকা-ের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানান। তাদের
তিন দফা দাবি সমূহ হলো: ১. পিলখানায় নির্মমভাবে হত্যাকা-ের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকা-ের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তি দিতে হবে। ২. প্রহসনের ১৮টি ¯েপশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি)সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে। ৩. তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।