স্টাফ রিপোর্টার ::
ড্যাফডিল কিন্ডারগার্টেনে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠানে নতুন বছরের নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য ও গান পরিবেশন করে।
সুহেনা বেগম চৌধুরী ও লিমা চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও কানিজ ফাতেমা চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাফডিল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অজিত কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ জন্য শিক্ষক-অভিভাবক সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত কুমার দাস, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, প্রভাষক শামিমুল হাসান, সাবেক কাউন্সিলর গোলাম সাবেরীন, মঞ্জু তালুকদার, সুকুমার দাস রঞ্জনসহ অভিভাবকবৃন্দ।