শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক আনোয়ার হোসেন (৪৯) শনিবার রাতে
হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, আমাদের প্রিয় সহকর্মী আনোয়ার হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সজ্জন, বিনয়ী আনোয়ার হোসেন একজন দক্ষ আইনজীবী, সংগঠক ও সমাজকর্মী ছিলেন। লাইব্রেরির উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। আমরা তাঁর মৃত্যুতে একজন সমাজ উন্নয়ন সংগঠককে হারালাম।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন স্মরণে আগামি ১৪ জানুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লাইব্রেরি মিলনায়তনে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান। সংবাদ বিজ্ঞপ্তি