স্টাফ রিপোর্টার ::
সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাডভোকেট শামসুল আবেদিন, অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, তুলিকা ঘোষ চৌধুরী, অঞ্জন চৌধুরী, অনুপ তালুকদার, সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান দিপু, সাধারণ স¤পাদক প্রিয়া পাল প্রমুখ।
উক্ত পরীক্ষায় শিশু গ্রুপে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে রিও চৌধুরী, অরণী রায়, ইবতেহাজুল হক জারীফ, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে বর্ণালী পাল, রুদ্র সপ্তক দাস, মোহনা সরকার রাধা, মহৎ দাস, অঞ্জু দাস, সাক্ষ্য সরকার রিজ, সৃষ্টি রাণী দাস এবং সাধারণ গ্রুপে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে পৌষী দেব, চন্দ্রা দেব, শ্রাবন্তী তালুকদার, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে সুচি সরকার, মধুরিমা তালুকদার, প্রীতি রাণী দাস, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে সৃজা সরকার প্রাপ্তি। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।