স্টাফ রিপোর্টার ::
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টাম-লীর সদস্য লেখক-কলামিস্ট অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম এবং লেখক-গবেষক সুখেন্দু সেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আয়োজনে দৈনিক সুনামকণ্ঠ’র কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নূরুল হক মহাজনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি প্রভাষক দুলাল মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান।
এরপর প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানন সংগঠনের সদস্য সম্পা শিমু, বিকাশ চন্দ ও কামরুজ্জামান।
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লেখক-কলামিস্ট অধ্যাপক মহিবুল ইসলাম এবং লেখক-গবেষক সুখেন্দু সেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাহজালাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জিয়াউর রহমান, আহমেদ নূর আলবাব প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবল্লাহ আসকির তালুকদার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত পাল।