স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার মল্লিকপুর স্পোর্টস একাডেমির আয়োজনে মল্লিকপুর খেলার মাঠে ফুটবল প্রিমিয়ার লিগ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্জেন্ট অব. জিয়াউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের সন্তানদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরুজ মিয়া, মামুন, ফয়সল, কফিল, সোহাগ, নাদির, লিটন, শিপু, শাকিল, সারোয়ার, কাশেম প্রমুখ। উদ্বোধনী খেলায় শিপু শাকিল একাদশ বনাম নাদির একদশের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে নাদির এফসি ২/১ গোলে জয়ী হয়। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মো. লিটন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মো. মামুন ও শামিম।