সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ও সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পারভীন সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী ও সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি নূর-এ-সাবা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়সহ জেলা পরিষদ, সুনামগঞ্জের নির্বাহী কর্মকর্তা ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি