ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের নিজ নিজ বসতঘর থেকে মঙ্গলবার গভীর রাতে চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের সুরুজ মিয়া (৩৫), জান্টু মিয়া (৩৬), তারাকুল মিয়া (৩২) ও মিন্টু মিয়ার (৩১) বিরুদ্ধে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। তাঁরা চারজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে রাত তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এই চারজন আসামিকে নিজ নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।