শহীদনূর আহমেদ ::
প্রাণচাঞ্চল্য ফিরেছে সুনামগঞ্জের থানাগুলোতে। কর্মবিরতি ও নানা উদ্বেগ কাটিয়ে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। জেলার সকল থানায় শুরু হয়েছে পুলিশের নিয়মিত কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলনকালে বিতর্কিত কার্যক্রমের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরীকে ক্লোজড করে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবি’র ওসি আব্দুল আহাদকে। ১৪ আগস্ট পর্যন্ত জেলার অন্য কোনো থানায় নতুন করে কোনো কর্মকর্তা পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার এমএন মোরশেদ।
এদিকে জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। অন্যান্য দিনের মতো নিজ নিজ দায়িত্ব পালনে নিযুক্ত হয়েছেন তারা। ছাত্র-জনতার পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশদের স্বাগত জানানো হচ্ছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো দাপ্তরিক কাজ চলমান রয়েছে। থানায় আইনি সেবা গ্রহণ করতে আসছেন সেবাপ্রত্যাশীরা। সাধারণ ডায়েরি, পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম সচল রাখতে কর্মব্যস্ততা দেখা যায় পুলিশ সদস্যদের।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, কর্মবিরতি বাদ দিয়ে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন। আমি মাত্র দুইদিন হয় দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ চলমান রেখেছি। সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের মধ্যে আর কোনো শঙ্কা নেই। শিক্ষার্থী ও রাজনৈতিক সমাজ সাদরে গ্রহণ করেছেন। অনেকেই থানায় এসে ফুল দিয়ে বরণ করছেন। আমরাও নতুন এই বাংলাদেশে নতুনভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ সুপার এমএন মোরশেদ বলেন, নির্দেশনার পর থেকে জেলার সকল থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। আগের মতো থানায় থানায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।