সুনামগঞ্জে ভোক্তা-অধিকার অধিদপ্তর সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শহরের সবজি বাজার, মোরগের হাট, ফলের বাজারে অভিযানকালে জেলা ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের পুরাতন জেল রোডে তারা মিয়া স্টোর নামের একটি মুদি দোকানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য দেখতে পান। পরে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও জেলা ক্যাবের সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরীকে তারা বিষয়টি অবগত করেন। খবর পেয়ে তারা সেখানে যান। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী ওই মুদি দোকানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ওই মুদি দোকানের মালিক তারা মিয়াকে দুই হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। পরে একই বাজারে জহির ভোরাইটিজ স্টোরে অভিযান চালিয়ে কিছু নষ্ট মালামাল রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন ও সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে মোরগের বাজার ও ফলের বাজারে অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী আমিরুল ইসলামকে মূল্যতালিকা না থাকার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।