স্টাফ রিপোর্টার ::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিনের সভাপতিত্বে এ শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া বীন রফিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন।
শপথ অনুষ্ঠান ও আলোচনা সভায় পৌর জমিয়তের সাধারণ স¤পাদক মুফতি মুবাশ্বির আলী ও যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা মুফতি মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা শায়খ তাফাজ্জুল হক আজীজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ স¤পাদক শায়খুল হাদিস মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রচার স¤পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জমিয়তের উপদেষ্টা মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা আবু সাঈদ, মুফতি বদরুল আলম, হাফিজ মাওলানা আবদুল গাফফার, মাওলানা নূরুল মুত্তাকিন, হাফিজ মাওলানা নূর হোসাইন, মাওলানা আমীরুল ইসলাম, পৌর জমিয়তের সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ স¤পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা তায়েফ আহমদ, অর্থ স¤পাদক হাফিজ মাওলানা ইয়াহয়া বিন রফিক, প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলামসহ জেলা ও পৌর জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
উল্লেখ্য, পৌর জমিয়তের কমিটিতে মাওলানা রুকন উদ্দিনকে সভাপতি ও মুফতি মুবাশ্বির আলীকে সাধারণ স¤পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ ৩ বছর।