স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ৪ উপজেলার ৮ হাজার ৮০৫ জন দুঃস্থ নারী প্রতিমাসে বিনামূল্যে জনপ্রতি পাচ্ছেন ৩০ কেজি করে চাল। জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর। এসব উপজেলার ভার্নানেবল ওমেন বেনিফিশারি (ভিডব্লিউবি) এ প্রকল্পের আওতায় কর্মক্ষম নারীদের প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ চাল প্রদান করা হয়। এছাড়াও জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও শাল্লা উপজেলার ৩৭ হাজার ২৪০ জন কার্ডধারীদের প্রতিমাসে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল প্রদান করা হয়। বিনামূল্যে ৮ হাজার ৮০৫ জন নারীকে ২৬৪ মেট্রিক টন পুষ্টি সমৃদ্ধ চাল এবং ১৫ টাকা কেজি দরে ৩৭ হাজার লোককে দেয়া হচ্ছে ১১১৭ মেট্রিকটন পুষ্টি সমৃদ্ধ চাল।
রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জি, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহহেল ফারুকী প্রমুখ।
ইউএসএআইডির কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ অ্যাক্টিভিটি ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে শামীম আহমদের সঞ্চালনায় জাতীয় পুষ্টি কার্যক্রমের বিভিন্ন তথ্য উপাত্ত তোলে ধরে হেলেনকিলারের প্রজেক্ট ম্যানেজার ডা. যতন ভৌমিক।