স্টাফ রিপোর্টার :: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা খেলাঘর। রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে খেলাঘরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শীতার্ত মানুষজন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, প্রফেসর পরিমল কান্তি দে, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, কানিজ সুলতানা, নির্মল ভট্টাচার্য, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।