স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা খেলাঘরের উদ্যোগে তিন গুণীজনকে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে শহরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় জেলা খেলাঘরের সহ-সভাপতি শিক্ষক চন্দন কুমার রায়, কনকচাঁপা খেলাঘর ছাতকের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য ও সাধারণ সম্পাদক বিজয় রায়কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।
জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, প্রফেসর পরিমল কান্তি দে, জেলা খেলাঘরের সহ-সভাপতি কানিজ সুলতানা, নির্মল ভট্টাচার্য্য, অধ্যক্ষ আব্দুস সাত্তার, কনকচাঁপা খেলাঘর ছাতকের সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন রুবেল প্রমুখ। স্মরণসভায় শোকবার্তা পাঠ করেন প্রভাষক দুলাল মিয়া, হায়দার আলী ও কানিজ সুলতানা।
স্মরণসভায় বক্তারা বলেন, চন্দন কুমার রায়, কেতকী রঞ্জন আচার্য্য এবং বিজয় রায় তারা প্রত্যেকেই উদার মনের মানুষ ছিলেন। খেলাঘরকে সুসংগঠিত করতে তারা অবদান রেখেছেন। সব শ্রেণিপেশার মানুষের কাছে তারা ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তি। তাদের শূন্যতা কখনো পূরণ হবার নয়।