স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি ও বুনো হাঁস শিকারের দায়ে দুজনকে আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় আটক করা হয়। আটককৃতরা হল আল আমিন (২৪) ও কামরুল(২০)। তারাদের দু’জনের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুরে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুজন শিকারীকে আটক করে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুনোহাঁস অবমুক্ত করা হয়েছে। তাছাড়া বংশীকুন্ডার বাসিন্দা আতিকুল (২৮) নামে এক ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দ-নীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।