স্টাফ রিপোর্টার ::
জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউরোপ জমিয়তের প্রচার স¤পাদক সুনামগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী সংক্ষিপ্ত সফরে দেশে আসায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ জানুযারি) সকালে দারুল হিকমা ছাত্র সংসদের পক্ষে দিরাই রাস্তা পয়েন্টে বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পৌর শহরের পুরাতন বাস-স্টেশনে নিয়ে আসা হয়। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পুরাতন বাসস্টেন্ডে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জমিয়তের যুগ্ম সাধারণ স¤পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা হাফিজ
মুখলিছুর রহমান চৌধুরী।
জেলা যুব জমিয়তের সাবেক সভাপতি, জেলা জমিয়তের যুব বিষয়ক স¤পাদক মাওলানা আরশদ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল ক্বাসেম, পৌর জমিয়তের সাধারণ স¤পাদক মুফতি মুবাশ্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা আমির হোসাইন, মাওলানা নুরুজ্জামান আলমগীর প্রমুখ। এসময় জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও দারুল হিকমা ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী বলেন, বিগত সময়ে মানুষের নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্ট জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনে অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি, আগামী নির্বাচনে আমিসহ আমার মতো অসংখ্য যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি সংসদে যেতে পারি তাহলে জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে চেষ্টা করব।