স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের বড়পাড়ায় সুপ্তপ্রতিভা খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। আখলাকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় ও বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলী। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেদীন আহমেদ লিমন, মো. ইউনুস আলী হাসান, আলমগীর হোসেন, শেখ সামায়ুন রাশেদ, আখলাকুজ্জামান। সভায় আখলাকুজ্জামানকে সভাপতি ও মিফতাউল হোসেন (আবির)কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন সহ সভাপতি মাহফুজ হাসান (নয়ন), সহ সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার (মুক্তি), সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ (নিয়ন), দপ্তর সম্পাদক আয়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিমা আক্তার ডলি, অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম (অয়ন), সাহিত্য সম্পাদক নাবিলা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রিয়া আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মাহদি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাবের, পাঠাগার সম্পাদক নাবিলা ইসলাম মাদি, সদস্য ও সহকারী স¤পাদক চাঁদনী আক্তার, চারু ও কারুকলা সম্পাদক আলিমা আক্তার। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আলী হায়দার, মো. আব্দুল ছাত্তার, মো. রজব আলী, সাবেদীন আহমেদ লিমন, আশরাফু জ্জামান, জুলহাস উদ্দিন আহমদ, মো. ইউসুফ আলী হাসান, আলমগীর হোসেন, শেখ সামায়ুন রাশেদ, আব্দুল্লাহ আল মামুন।